বেঙ্গালুরুর রেণুকা স্বামী নামের এক দোকানকর্মীকে হত্যার অভিযোগে গত বছরের ১১ জুন গ্রেফতার হয়েছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। ভক্তকে হত্যার অভিযোগে গত এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এই অভিনেতা। বহু দিন সূর্যের আলো না দেখা, পোশাক থেকে দুর্গন্ধ আসা এবং হাতে ছত্রাক জন্ম নেওয়ার মত সমস্যার কথা বলে হতাশা প্রকাশ করেন এই অভিনেতা। এরপরই বিচারকের কাছে বিষ চেয়ে বসেন তিনি।গত মাসে সুপ্রিম কোর্ট দর্শন তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তের জামিন বাতিল করে তাদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। আদালত নির্দেশ দিয়েছিল, জেল থাকাকালীন অভিনেতা যেন কোনো বিশেষ সুবিধা না পান।মঙ্গলবার সিটি সিভিল ও সেশনস কোর্টে মামলার শুনানি ছিল। সেখানেই ভিডিও কনফারেন্সে দর্শন জানান, তাকে জেল থেকে বের হতে দেওয়া হয় না। দীর্ঘ সময় সূর্যের আলো না দেখার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়েছে। তার ব্যবহৃত পোশাক থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার হাতে ছত্রাক জন্মেছে। এই সমস্যার কথা বলার পরই তিনি বিচারকের কাছে অনুরোধ করেন, তাকে যেন বিষ দেওয়া হয়।২০২৪ সালের জুন মাসে রেণুকাস্বামীর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, রেণুকাস্বামী দর্শনের স্ত্রী পবিত্রাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতেন। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রেণুকাস্বামী এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ দর্শন এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। অভিযোগ ওঠে, দর্শনের ভক্তরা রেণুকাস্বামীকে মারধর করে খুন করেছে।যদিও এর আগে কর্ণাটক হাইকোর্ট দর্শনকে জামিন দিয়েছিল, কিন্তু গত মাসেই সেই রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তারা তদন্ত প্রভাবিত করতে পারে, তাই তাদের জেল হেফাজতেই রাখা উচিত।ভোরের আকাশ/তা.কা
১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ পিএম
একসঙ্গে প্রিয়জনকে হারালেন আল্লু অর্জুন ও রাম চরণ
তেলুগু চলচ্চিত্রের ঐতিহ্যবাহী পরিবারে নেমে এল শোকের ছায়া। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ঠাকুমা, শ্রদ্ধেয় আল্লু কানাকারত্নম, শনিবার (৩০ অগস্ট) ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মরদেহ আল্লু আরবিন্দের হায়দরাবাদের বাসভবনে রাখা। শেষকৃত্য এ দিন বিকেলেই কোকাপেটে সম্পন্ন হওয়ার কথা।জানা গেছে, দিদিমার মৃত্যুসময়ে মুম্বাই ছিলেন আল্লু। দাদির মৃত্যুর সংবাদ পেয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি ‘মাইসোরে’এর পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি ‘পেড্ডি’-এর শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন। রাম চরণ ও আল্লু অর্জুন খালাতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়। এদিকে জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী তাঁর শ্বাশুড়ির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি লেখেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শাশুড়ি মা, কীর্তিশেষ আল্লু রামালিঙ্গাইয়া গারুর পত্নী কানকরত্নাম্মা গারুর পরলোকগমনে আমরা অত্যন্ত শোকাহত।এরপর তিনি যোগ করেন, ‘আমাদের পরিবারগুলোর প্রতি তিনি যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের জন্য চিরকাল এক অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর পবিত্র আত্মার শান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ভোরের আকাশ/তা.কা
৩০ আগস্ট ২০২৫ ০৩:২৭ পিএম
চলচ্চিত্রে অভিনয় নিয়ে যে সিদ্ধান্ত নিলেন অনন্ত জলিল
ব্যবসায়ী, প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। নায়ক হিসেবে দেখা গেছে অন্যের প্রযোজিত ছবিতেও। নতুন খবর হচ্ছে আর অভিনয় করবেন না অনন্ত জলিল। ছেড়ে দেবেন সিনেমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে তার বাবা মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না।এরপর বলেন, বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে। আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করব।এই অভিনেতা আরও বলেন, আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়। এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গেও কথা বলেছেন অনন্ত জলিল। তিনি বলেন, যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভালো লাগবে না।সবশেষ অনন্ত জলিলকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় ‘নেত্রী দ্য লিডার’ ছবি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।এতে দেশের অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউড ও তুরস্কের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত উল্লেখযোগ্য।ভোরের আকাশ/মো.আ.
২৪ আগস্ট ২০২৫ ০২:১১ পিএম
অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন
বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। গতকাল সোমবার ৯১ বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শারীরিক জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক কিংবা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের চলচ্চিত্রেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের চরিত্রে তার সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার অভিনয়যাত্রা।অচ্যুত পোতদারের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও বলিউড, মারাঠি চলচ্চিত্র অঙ্গন এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।ভোরের আকাশ/জাআ
১৯ আগস্ট ২০২৫ ০৩:৪৬ পিএম
কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ, যা বললেন তৌসিফ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কবরে এক লাশের সঙ্গে দেওয়া হচ্ছে বিশাল আকারের ৬টি জীবন্ত সাপ। যা দেখে রীতিমতো চমকে উঠছেন দর্শক।বুধবার (১৩ আগস্ট) মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তৌসিফ। ওই ভিডিওতেই এমন ভয়ংকর দৃশ্য দেখতে পান দর্শক।ভিডিওতে দেখা যায় এক নারীকে। যিনি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছেন। কবরে রয়েছে একটি লাশ। সে লাশের ওপরই বিশাল আকারের একাধিক সাপ ছেড়ে দিচ্ছেন তিনি।এ ভিডিওর ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘খোয়াবনামা’ এবং ৬টি সাপ।ভিকি জাভেদ পরিচালিত নতুন এ নাটক খুব শিগগিরই পর্দায় আসছে। নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশাকে।প্রসঙ্গত, নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে। ভোরের আকাশ/মো.আ.
১৫ আগস্ট ২০২৫ ১১:২৬ এএম
বলিউডে ৫২৭ কোটি টাকার সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স!
তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। জানেন কি, এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।২০১০ সালের ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়; শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন; দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়।বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ—কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে।বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।তথ্যসূত্র: ডিএনএ
১৪ আগস্ট ২০২৫ ১২:৩২ পিএম
বলিউডের সিনেমায় দ্য রক
‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্খী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘এএ২২’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত। এই অনাকাংখিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এএ২২’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সূত্র জানায়, অ্যাটলি শুধু ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?ভোরের আকাশ/এসএইচ
০৯ জুলাই ২০২৫ ১১:৪৩ পিএম
বাংলাদেশি সিনেমায় একমাত্র শাকিব খানই বাণিজ্য ধরে রেখেছেন: রাজীব বিশ্বাস
কলকাতার প্রখ্যাত পরিচালক রাজীব বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হলো বাংলাদেশের চলচ্চিত্র জগতে সংকট চলছে। একসময় ১৮টি হিট ছবি নির্মাণ করে টলিউডে সুপরিচিত ছিলেন রাজীব। এছাড়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাণিজ্যিক সফলতা পেয়েছিলেন। ব্যক্তিজীবনেও তাদের বিয়ে হয়েছিল, যদিও তা টেকেনি।রাজীব জানান, করোনার পর বাংলা ছবির বাজার ধ্বংসপ্রায়। অনেক তারকা এখন আর বাণিজ্যিক ছবির বদলে আর্ট ফিল্ম বা ভিন্ন ধারার কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। “দেব যখন আর্ট ফিল্মে চলে গেলেন, তখন বুঝতে পারলাম বাণিজ্যিক ছবি তৈরির সুযোগ সংকুচিত হয়েছে। এখন সেই ধরনের প্রযোজকও নেই,” বলেন তিনি।২০১৮ সালে রাজীব বাংলাদেশে পাড়ি দিয়ে ‘নাকাব’ ছবির মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজ শুরু করেন। ‘অপারেশন জ্যাকপট’ ও ‘চিতা’ মতো বড় প্রকল্পেও হাত দিয়েছিলেন। তবে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে কাজগুলো থেমে গেছে।তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে এখন সিনেমা ও নাটক হচ্ছে, তবে আগের তুলনায় অনেক কম। একমাত্র শাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন। বাকিরা তার মতো সফল হতে পারছেন না।”ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতেও এখন ভিসা জটিলতার কারণে শিল্পীরা কলকাতায় আসতে পারছেন না, যা চলচ্চিত্র নির্মাণে সমস্যা সৃষ্টি করছে।তবুও রাজীব বিশ্বাস আশা ছাড়েননি। কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। “দেবের ‘খাদান’ হিট হওয়ায় আত্মবিশ্বাস ফিরেছে, আবার বাণিজ্যিক ছবি নির্মাণের সময় এসেছে,” বলেন এই পরিচালক।বাংলাদেশের সিনেমা জগতে শাকিব খানের একক প্রভাব ও বাকি শিল্পীদের সংকটপূর্ণ অবস্থার এই চিত্র আগামী দিনে কী রূপ নেবে, তা সময়ই বলবে।ভোরের আকাশ//হ.র
২৫ জুন ২০২৫ ০৯:৫৪ এএম
ঋতুপর্ণার জন্য ফেরদৌসের কবিতা, নতুন করে আলোচনায়
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই রয়েছেন আত্মগোপনে। তার অবস্থান নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে গুঞ্জন ছিল, তিনি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়েছেন। যদিও সে সময় এই দাবি সরাসরি অস্বীকার করেছিলেন ঋতুপর্ণা নিজেই।তবে ফেরদৌস যে এখনো তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। নিজের জন্মদিনে ফেরদৌসের লেখা একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।রোববার (১৫ জুন) নিজের ফেসবুক হ্যান্ডেলে কবিতাটির একটি স্ক্রিনশট শেয়ার করে ঋতুপর্ণা লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার কাছে খুবই মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে খুব মিস করেছি। আশা করি, শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।”এই পোস্ট থেকে স্পষ্ট যে ফেরদৌস এখনো ঋতুপর্ণার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় অনেক নেতা-কর্মীর মতোই আত্মগোপনে চলে যান ফেরদৌস আহমেদ। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো সরকারি বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। তবে ঋতুপর্ণার এই পোস্ট নতুন করে ফেরদৌসের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে।ভোরের আকাশ//হ.র
মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা সমু চৌধুরী। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে।পাগলা থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো যাবে।পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন। তারপরই বিষয়টি মানুষের নজরে আসে।ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পড়া অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল রয়েছে।পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ‘বিধ্বস্ত অবস্থায়’ পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না।ঢাকায় উনার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা সেখানে আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।সমু চৌধুরী কীভাবে এখানে এসেছেন, কখন এসেছেন- এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেও জানান ওসি ফেরদৌস আলম।ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিকালে বলেন, সোশাল মিডিয়ায় বিষয়টি আমাদের চোখে পড়ার পর আমরা স্থানীয় কিছু মানুষ সেখানে পাঠাই, ঘটনার সত্যতা এবং পরিচয় নিশ্চিত করে পাগলা থানায় যোগাযোগ করি। থানা থেকে স্পেশাল ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে।আমাদের একটা টিম সেখানে যাচ্ছে। উনার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয়শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে।পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে রাশেদ মামুন অপু বলেন, পরিবার বলতে উনার বৃদ্ধ মা, আমরা উনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। উনার বাড়ি খুলনায়। তিনি কীভাবে সেখানে গিয়েছেন তা আমরা জানতে পারিনি।ভোরের আকাশ/এসএইচ
১২ জুন ২০২৫ ০৬:১২ পিএম
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে জনপ্রিয় অভিনেতা ও মিউজিশিয়ান জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১ জুন) রাতে টেক্সাসের দক্ষিণাংশে নিজের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনমাধ্যম টিএমজেড।প্রতিবেদনে বলা হয়, অভিনেতার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্যারামেডিক টিম। তবে চিকিৎসাকর্মীরা তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হন।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে জোনাথন জস এক প্রতিবেশীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে, এক অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে নেমে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালানো গাড়ির তথ্য সংগ্রহ করে এবং সন্দেহভাজন একজনকে আটক করেছে।জোনাথন জস ১৯৯৪ সালে অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’ এবং ‘ট্রু গ্রিট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।এ ঘটনায় স্থানীয় শিল্পীমহল ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ//হ.র