বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ০৯:৫৪ এএম
বাংলাদেশি সিনেমায় একমাত্র শাকিব খানই বাণিজ্য ধরে রেখেছেন: রাজীব বিশ্বাস
কলকাতার প্রখ্যাত পরিচালক রাজীব বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হলো বাংলাদেশের চলচ্চিত্র জগতে সংকট চলছে। একসময় ১৮টি হিট ছবি নির্মাণ করে টলিউডে সুপরিচিত ছিলেন রাজীব। এছাড়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাণিজ্যিক সফলতা পেয়েছিলেন। ব্যক্তিজীবনেও তাদের বিয়ে হয়েছিল, যদিও তা টেকেনি।
রাজীব জানান, করোনার পর বাংলা ছবির বাজার ধ্বংসপ্রায়। অনেক তারকা এখন আর বাণিজ্যিক ছবির বদলে আর্ট ফিল্ম বা ভিন্ন ধারার কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। “দেব যখন আর্ট ফিল্মে চলে গেলেন, তখন বুঝতে পারলাম বাণিজ্যিক ছবি তৈরির সুযোগ সংকুচিত হয়েছে। এখন সেই ধরনের প্রযোজকও নেই,” বলেন তিনি।
২০১৮ সালে রাজীব বাংলাদেশে পাড়ি দিয়ে ‘নাকাব’ ছবির মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজ শুরু করেন। ‘অপারেশন জ্যাকপট’ ও ‘চিতা’ মতো বড় প্রকল্পেও হাত দিয়েছিলেন। তবে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে কাজগুলো থেমে গেছে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে এখন সিনেমা ও নাটক হচ্ছে, তবে আগের তুলনায় অনেক কম। একমাত্র শাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন। বাকিরা তার মতো সফল হতে পারছেন না।”
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতেও এখন ভিসা জটিলতার কারণে শিল্পীরা কলকাতায় আসতে পারছেন না, যা চলচ্চিত্র নির্মাণে সমস্যা সৃষ্টি করছে।
তবুও রাজীব বিশ্বাস আশা ছাড়েননি। কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। “দেবের ‘খাদান’ হিট হওয়ায় আত্মবিশ্বাস ফিরেছে, আবার বাণিজ্যিক ছবি নির্মাণের সময় এসেছে,” বলেন এই পরিচালক।
বাংলাদেশের সিনেমা জগতে শাকিব খানের একক প্রভাব ও বাকি শিল্পীদের সংকটপূর্ণ অবস্থার এই চিত্র আগামী দিনে কী রূপ নেবে, তা সময়ই বলবে।
ভোরের আকাশ//হ.র