বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম।তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের উত্থাপিত তিন দফা দাবি ষড়যন্ত্রমূলক। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা এটি। ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র মেনে নেবে না।তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে হত্যার হুমকিদাতা বিএসসি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে তিন দফা দাবি বাতিল না করা হলে কঠোর আন্দোলন দেওয়া হবে।কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির রূপ রেখা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়ে মাশফিক ইসলাম বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে।ভোরের আকাশ/এসএইচ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ পিএম
নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন বুয়েট শিক্ষার্থীরা
বুয়েটের শিক্ষার্থীরা রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিষয়ে বিচারসহ তিনটি মূল দাবির সমর্থনে শাহবাগে পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চালানোর পর নতুন কর্মসূচি ঘোষণা করে স্থান ত্যাগ করেছেন। এর ফলে শাহবাগের যান চলাচল স্বাভাবিক হয়েছে।প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীরা শাহবাগ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন।তিনি আরও জানান, আগামীকাল সকাল ১০টা থেকে শাহবাগে নতুন করে জমায়েত শুরু হবে। এই কর্মসূচিতে দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।শিক্ষার্থীদের মূল তিনটি দাবি হলো:ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ: সকলকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ: নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের উভয়ের জন্য উন্মুক্ত হতে হবে।আইনি পদক্ষেপ ও এক্রিডিটেশন: বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নন-অ্যাক্রেডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি ও বিএইটির যথাযথ প্রক্রিয়ায় এক্রিডেশনের আওতায় আনা হবে।ভোরের আকাশ//হ.র
২৬ আগস্ট ২০২৫ ১১:৫৬ পিএম
সিরাজগঞ্জে ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু, নতুন কর্মসূচি ঘোষণা
প্রায় ৬ ঘন্টা পর সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দাবিতে উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৩ আগস্ট) ২টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেলপথ সকাল-সন্ধ্যা অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডে সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধে কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো, ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি না মানলে কর্মসূচি চলবে উল্লেখ করে তারা বলেন, এর জন্য জনগণের যে ভোগান্তি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।ভোরের আকাশ/জাআ