আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।ভোরের আকাশ/জাআ
০১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ পিএম
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ
কক্সবাজারের মহেশখালীতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জিরপাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।ভোরের আকাশ/এসএইচ
২৫ আগস্ট ২০২৫ ০৬:০২ পিএম
মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ
কক্সবাজারের মহেশখালীতে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।রবিবার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জিরপাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশী করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেঃ কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।ভোরের আকাশ/জাআ
২৪ আগস্ট ২০২৫ ০৩:৪৮ পিএম
মধ্যনগরে ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ কাপড় জব্দ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২৮ ব্যাটালিয়ন (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।সোমবার (১১ আগস্ট) উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় জব্দ করে বাঙালভিটা বিওপি। সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়ায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘জব্দকৃত ভারতীয় ব্লেজারের কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।’ভোরের আকাশ/জাআ
১২ আগস্ট ২০২৫ ০৮:৪২ পিএম
সুনামগঞ্জে ২ কোটি ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে একটি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবি ও প্যান্টের কাপড় এবং শেরওয়ানি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।রোববার (৩ আগস্ট) সদর উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিকবিহীন একটি কাঠবডি নৌকাসহ জব্দ করা হয়েছে ১ হাজার ২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২ হাজার ২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১ হাজার ৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত টাকা।টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে আরও অংশ নেন বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলাম এবং বিজিডি—৩১৫ এর অধীনস্থ ১৪ জন সদস্য।এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত থাকবে।জব্দকৃত নৌকাসহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
০৪ আগস্ট ২০২৫ ০৮:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২
ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু'জনকে আটক করেছে পুলিশ।রোববার (৩ আগস্ট) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)। রোববার রাতে (৪ আগস্ট) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করেন। এ সময় দু'জনকে আটক করা হয়।ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে থাকে একটি অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
০৪ আগস্ট ২০২৫ ০৫:১১ পিএম
সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান জব্দ
সুনামগঞ্জে সীমান্ত এলাকায় স্টিলবডি নৌকাসহ ৩২টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি।শনিবার ভোর রাতে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।জানা গেছে, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।এদিকে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা।২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/জাআ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চারটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক জব্দ করেছে বিজিবি-৪৮।১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।বিজিবির জানায়, এসব অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার ছয়শত টাকা। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান দমন ও সীমান্ত নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
১২ জুলাই ২০২৫ ০৩:০০ এএম
সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্সসহ প্রাণীর ঔষধ জব্দ
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধসহ একটি মালিকবিহীন কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা রাস্তায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮ হাজার ৯শ ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স এবং ১৪ হাজার ৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা। ভারতীয় কসমেটিক্স এর আনুমানিক মূল্য ১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার ৪শত টাকা এবং Dog & Cat এর ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত ছেচল্লিশ টাকা। যা সর্বমোট সিজার মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।এ অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত কাভার্ডভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।ভোরের আকাশ/জাআ
১২ জুলাই ২০২৫ ০২:৪৪ এএম
গাইবান্ধায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধা ফুলছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। এর আগে বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন- ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) ও একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ১টি টিউবওয়েল ও ২টি মোবাইল জব্দসহ বালু ব্যবসায়ী এনামুল হক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজার মেশিন দুটি পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।পরে রাতেই ওই সব জব্দ করা সরঞ্জামদি সহ গ্রেপ্তারদেরকে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১০ জুলাই ২০২৫ ১১:৫৭ পিএম
অবৈধ বিদেশি ও নকল সিগারেট জব্দ, আটক ১
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি ও নকল সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক। অভিযানে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসস্ট্যান্ড এলাকার রহমান সুপার মার্কেটের জনি ভ্যারাইটিজ স্টোর ও কাঁচাবাজার সংলগ্ন আলআমিন স্টোর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ দেশি-বিদেশি সিগারেট জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক বলেন, “দুইটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ও নকল দেশি সিগারেট জব্দ করেছি। এগুলো ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে মজুদ রাখা হয়েছিল। একজনকে আটক করা হয়েছে। আগামীকাল মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালি জানান, জনি ভ্যারাইটিজ স্টোর থেকে একান্ন হাজার শলাকা বিদেশি সিগারেট, ৪৯ হাজার শলাকা নকল দেশি সিগারেট ও সাড়ে আট কেজি অবৈধ জর্দা জব্দ করা হয়। পরে আলআমিন স্টোরে অভিযান চালিয়ে আরও বিদেশি সিগারেট জব্দ করা হয়।তিনি আরও জানান, “এসব সিগারেটের কোনো বৈধ আমদানি কাগজ বা ভ্যাট চালান ছিল না। জেলা প্রশাসনের মাধ্যমে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ভোরের আকাশ/এসএইচ