সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেকে এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানিয়েছে, যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুস্কৃতিকারী, অবৈধ অস্ত্রধারী, অস্ত্র ব্যবসায়ী, শিশু পাচারকারী, জুয়াড়ি, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি এবং মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ সময় অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী ও বিদেশি ধারালো অস্ত্র, দেশী ও বিদেশি মাদকদ্রব্য, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়। ভোরের আকাশ/তা.কা
০৪ অক্টোবর ২০২৫ ০১:০৩ পিএম
ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, গাড়ি জব্দ
ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চন্ডিদুয়ার এলাকার মৃত ফুল মিয়ার ছেলে আক্তার আলী (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৫৫)।পুলিশ জানায়, ধামরাই থানার এসআই মোঃ কাওসার সুলতান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে রাত ১০টা ২০ মিনিটে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে ঢাকা মেট্রো-গ-২৭-৯৯০১ নম্বরের প্রাইভেটকারসহ আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। মনিরুল ইসলাম (ওসি)জানান, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবেই বড় একটি চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। এই চালান ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কালামপুরে আনা হয়েছিল।”গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো..আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৬ পিএম
টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।এর আগে শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ দণ্ডাদেশ দেন।জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বাসাইল থানায় তিনটি ও দেলদুয়ার থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি সাধারণ ডায়েরিও রয়েছে। তাকে গ্রেফতারে প্রশাসন সক্রিয় ছিল। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করে। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী মামুনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরে সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ১০:২৫ এএম
সাতকানিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মো. হাসান, পিতা- ইউসুফ মাজী, সাং- এশাদনগর, ৪৮নং ওয়ার্ড, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর। আব্দুল কুদ্দুস ফাহাদ, পিতা- আনোয়ারুল ইসলাম, সাং- দায়মপুর, ৮নং ওয়ার্ড, পোঃ এনায়েতপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ও এসআই বেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৫ পিএম
হবিগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
হবিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।র্যাব জানায়, রোববার (২৪ আগস্ট) রাত ২২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সুরুতা গ্রামের মৃত আবু শামার ছেলে শাহাবউদ্দিন (৩৫)এবং গোয়ালনগর গ্রামের মৃত মিশু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।র্যাব সূত্রে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতো। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ০৩:০১ পিএম
সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।আটক মোহাম্মদ কাউছার (২৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।লে. কর্নেল জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারের তৎপরতা বেড়েছে। এতে সীমান্তে বিজিবি টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাতে পশ্চিম আঞ্জুমানপাড়াস্থ ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান করছিল। এক পর্যায়ে মৎস্য ঘেরে চলাচল করার পথ দিয়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পান বিজিবির সদস্যরা। এসময় তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জি দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।ভোরের আকাশ/মো.আ.
১৯ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম
গাইবান্ধায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়।এর আগে, বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২) ও মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা। রাত ২টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই স্থানে রাত ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৪ আগস্ট ২০২৫ ০৭:১৩ পিএম
গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) নামের দুই মাদক কারাবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ
৩১ জুলাই ২০২৫ ০১:০০ পিএম
সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।এ সময় তার কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।সোমবার (২১ জুলাই) রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান (২৮) জামালপুর জেলার মেলান্দহ থানার কাঁজাইকাটা এলাকার খায়রুল ইসলামের ছেলে। সে সাভারের রাজাশন এলাকার পালোয়ান পাড়া রাজু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।মঙ্গলবার (২২ জুলাই) ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/জাআ
২২ জুলাই ২০২৫ ০৪:২১ পিএম
গাইবান্ধায় ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে একজন ‘চিহ্নিত কারবারিকে’ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার উপ-পরিচালক শাহ্ নেওয়াজ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আব্দুর রাজ্জাক শেখ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবাসহ ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুলাই ২০২৫ ০২:২০ পিএম
গোবিন্দগঞ্জে গাঁজা বহনকারী মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়নপুর সরকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকায় বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছাড়িয়ে ছিটিয়ে যায়। পরে স্থানীয়রা গাঁজা বহণকারী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রিপন সরকারকে গ্রেপ্তার করে। এসময় ৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিপন সরকার স্বীকার করেছে এসব গাঁজা সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ