চরফ্যাশনে যুবদল নেতার নামে অপপ্রচার গ্রামবাসীর ঝাড়ু মিছিল
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১২ নং চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের যুবদলের সভাপতি মো. নুরে আলম মুন্সির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চরপাতিলা বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে। মিছিলটি বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। মিছিলটিতে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।এ সময় কামাল দালাল, জীলন, ও নাজমা, নিরুতাজ সহ স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নোমান সহ একদল কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে চরপাতিলা গ্রামের জনপ্রিয় যুবদল নেতা মো.নুরে আলম মুন্সির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এবং তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। চরপাতিলা গ্রামের যুবদল নেতা নুরে আলম মুন্সি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করছে ফিরোজ ও তার কয়েকজন সহযোগী। আমি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালানো হলে আমি আইনের আশ্রয় নেবো।অভিযুক্ত চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার, ও তার সহযোগী মন্নান, সিরাজ, কাজল, নোমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে তারা বলেন, আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করাচ্ছে যুবদল নেতা নুরে আলম মুন্সি। আমরাও সেই ঘটনার বিচার চাই।ভোরের আকাশ/হ.র
১৮ জুলাই ২০২৫ ০১:০২ এএম
সোহাগ হত্যা ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পিরোজপুরে ছাত্র-জনতার বিক্ষোভ
যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার এবং সারাদেশে ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।মিছিলে পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা সদস্য সচিব তাহমীদ আল নাসীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি এবং জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একেএম জাবির হাসান।বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত হত্যা, খুন, ধর্ষণসহ নানা অপরাধ বেড়েই চলেছে। সাধারণ মানুষের জানমাল আজ নিরাপদ নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।উল্লেখ্য, কয়েকদিন আগে যুবদল নেতার হাতে নৃশংসভাবে খুন হন স্থানীয় ব্যবসায়ী সোহাগ, যা পিরোজপুরসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৬:২০ পিএম
নৃশংস হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার
রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।এ ব্যাপারে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।ভোরের আকাশ/জাআ
১২ জুলাই ২০২৫ ০৩:২৭ এএম
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মোঃ আবুল হোসেনের ছেলে। শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি) এর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২১ জুন ২০২৫ ১১:৩৫ এএম
মোংলায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর মঙ্গলবার (১০ জুন) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোংলা পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সকালে আনুমানিক ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ যুবদল নেতা মুন্নাকে এলো পাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান মুন্নার হাতে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদিকে যুবদল নেতা মুন্নার উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশ ও নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।তবে পুলিশের পক্ষ থেকে সিসি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/আজাসা