টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছে।সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার বাসন্তী (৫০) ও সূর্য এর স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার স্থানীয়রা ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত দুই জন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে।ভোরের আকাশ/আজাসা
০৭ জুলাই ২০২৫ ১০:৪৮ পিএম
মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত মাস বয়সী শিশুও রয়েছে।সংবাদমাধ্যম মালয়-মেইল জানায়, শনিবার (২৮ জুন) জালান ডেসারু-কোটা টিংগির ফেলদা পাসাকের কাছে পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটে। জোহর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) অপারেশনস সেন্টারের তথ্য, বিকেল ৪টা ১৭ মিনিটে একটি জরুরি কল আসে। সঙ্গে সঙ্গে তারা রেসকিউ গাড়ি পাঠায়। ছয়জন দমকলকর্মী বহনকারী গাড়িটি কল পাওয়ার ১১ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়।দুর্ঘটনায় পাঁচটি গাড়ি জড়িত ছিল। এর মধ্যে রয়েছে, টয়োটা করোলা, পেরোডুয়া অ্যাক্সিয়া, প্রোটন সাগা, পেরোডুয়া বেজ্জা ও একটি হিনো লরি।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ০৯:১১ এএম
মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।শুক্রবার (২৭ জুন) গভীর রাত ৩টার দিকে হাসাড়া হাইওয়ে থানার কাছাকাছি ঢাকামুখী লেনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। নিহতরা হলেন- যশোর জেলার জালাল উদ্দিন (৬৫), জিল্লুর রহমান, ডা. আব্দুল আলিম ও হেলপার হাসিব।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, আমরা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসি। পরে আটকে পড়াদের উদ্ধার করি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। এ ঘটনায় আহত ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়ি দুটি আটক আছে তবে চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ
২৮ জুন ২০২৫ ০৮:৪৭ এএম
পুঠিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত
রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় আলফাজ উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কালিতলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে কালিতলা নামকস্থানে ভোর বেলায় আলফাজ উদ্দিন মসজিদে নামাজ শেষে রাস্তার পার্শ্ব দিয়ে হাঁটা হাটি করছিলেন। এ সময় নাটোরের দিক থেকে রাজশাহী গামী একটি দ্রুতগামী ট্রাক চাপাদিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আলফাজ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা খোরাল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।এ ব্যাপারে শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া আলফাজের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুন ২০২৫ ০৫:৪৭ পিএম
ট্রাকের সঙ্গে সংঘর্ষে পা হারালেন মোটরসাইকেল আরোহী
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিন্নাহ নামে এক ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জামালপুরের ইসলামপুরের সড়কে এ ঘটনা ঘটে।বুধবার (২৫জুন) সকালে পৌরশহরে পলবান্ধা রেল গেইট ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জগামী পাকা রাস্তায় সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল আরোহী জিন্নাহর(৪০) দুই পায় থেতলে যায়। স্থানীয় লোকজন উদ্ধর করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। জিন্নাহর দুই পা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানা গেছে। জিন্নাহর বাড়ি গামারীয়া মধ্যপাড়া দেওয়ানগঞ্জ এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান জানান,এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/আজাসা
২৫ জুন ২০২৫ ০৪:৩৪ পিএম
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর - গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত মোর্শেদা বেগম (৫০) শ্রীপুর পৌর সভার বাঘমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। নিহতের পুত্র সাইদুল ইসলাম জানান,দুপুর সাড়ে বারোটার দিকে আমার মা রাস্তা পার হয়ে আমার দোকানে আসছিলো।এসময় শ্রীপুরগামী বাঁশভর্তি টমটম পিছনদিক থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ময়ের মৃত্যু হয়।শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ হোসেন জানান,দূর্ঘটনায় পতিত মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০১:৩৭ পিএম
স্কুলে যাওয়া হলো না "রুবাইয়ার"
স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের। বাবার সাথেই সে পাড়ি জমিয়েছে অনন্তের পথে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)। সকাল ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তার মেয়ে রুবাইয়া খাতুনবোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাবা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বাসের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর। গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।ভোরের আকাশ/এসএইচ
২৪ জুন ২০২৫ ১১:৫২ এএম
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
চট্টগ্রামের মিরসরাই ও পটিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২২ জুন) সকাল সাড়ে ৭টা ও ভোর ৫টার দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেইনে কন্টেইনারবাহী লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী মারা যায়।নিহত ডাম্প ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে আজ ভোর সাড়ে ৫টার দিকে পটিয়ার বৈলতলি বাইপাস সড়কে বাসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।নিহত চালক মো. মোরশেদ (২৪) দোহাজারীর মো. মোস্তাকের ছেলে। আহতরা হলেন- মো.রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)। আহতরা সবাই বাসযাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের বেশকয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।ভোরের আকাশ/আজাসা
২২ জুন ২০২৫ ০৩:১৪ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০-২৫ জন।রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি।তিনি জানান, দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২২ জুন ২০২৫ ০৩:১১ পিএম
পাবনায় ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান
পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হোন।আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থকম্প্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা অভিযোগ করে জানান, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তেমন কোন দূর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেই। যার জন্য প্রায়ই তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। বেপরোয়া গতিতে ট্রাক, বাস, সিএনজি চললেও হাইওয়ে পুলিশ নিরব ভূমিকায় থাকে। বেপরোয়া গাড়ী চালিয়ে হত্যাকারীদেরও কোন সঠিক বিচার হয় না। অর্থের বিনিময়ে অনেকে থানা থেকেই ছাড়া পেয়ে যায়।পাকশী হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনিট্রাক ও চালক নাইম হোসেন কে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভোরের আকাশ/আজাসা
১৯ জুন ২০২৫ ০১:৫২ পিএম
ঈদযাত্রার ১৫ দিনে সড়কে নিহত ৩৯০ জন
ঈদুল আজহার আগে-পরে ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি ক সড়দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত এবং ১১৮২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।প্রতিবেদনে তিনি বলেন, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত এবং ১১৯৪ জন আহত হয়েছেন।মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে দুর্ঘটনা ও যাতায়াতের ভোগান্তি কমিয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হলে ঈদের আগে কমপক্ষে ৪ দিনের সরকারি ছুটি থাকা দরকার। ঈদের যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সবার আগে আমাদের গণপরিবহন ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। প্রশিক্ষিত দক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন বাতিল, মানসম্মত সড়কের পাশাপাশি আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি।তিনি আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক-মহাসড়কে বৃষ্টির কারণে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে কিছু যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে বেশিরভাগ দুর্ঘটনা বিরামহীন ও বিশ্রামহীনভাবে যানবাহন চালাতে গিয়ে হয়েছে। ফলে এসব দুর্ঘটনায় সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় খাদে পড়ে ও দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লেগে দুর্ঘটনা বেশি ঘটেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি এবারের ঈদেও চরমে ছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের বাড়ি যেতে হয়েছে।ভোরের আকাশ/আজাসা