কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসায়ী সন্দেহে কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- ওই উপজেলার রবিন, রুবি ও রাসেল।
কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/এসএইচ