জামালপুরে মাদক মামলায় এক ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেক ভাইকে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ মো. আবুবকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ভুট্টু মিয়া ও খালাসপ্রাপ্ত মনু মিয়া সহোদর। তারা বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.কে.এম. নাজমুল হুদা জানান, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বকশীগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযান চালায়। পালানোর সময় ভুট্টু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, তবে তার ভাই মনু মিয়া পালিয়ে যান। পরে তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং একই বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ভুট্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।অন্যদিকে, মনু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় ভুট্টু মিয়া আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. এ.কে.এম. নাজমুল হুদা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. মো. মোকাম্মেল হক।ভোরের আকাশ/এসএইচ
৩০ মিনিট আগে
দিনাজপুরের ঘোড়াঘাটে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দিন দিন ব্যাটারিচালিত অটোভ্যান এবং রিকশার দখলে চলে যাচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডের অভাবে উপজেলার আজাদমোড়, গুচ্ছগ্রাম, রানীগঞ্জ ও হরিপাড়া বাজারের মহাসড়কজুড়ে এসব যানবাহনের বিশৃঙ্খল চলাচল বাড়ছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ও সাধারণ মানুষের দুর্ভোগ।সোমবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশেই ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ পার্কিং এবং এলোমেলোভাবে যাত্রী ওঠানামার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকায় কোনো নিয়ম-কানুন ছাড়াই বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছে এসব যানবাহন। অধিকাংশ চালক কম বয়সী ও অদক্ষ, যাদের নেই কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স। ফলে ট্রাফিক আইন অমান্য করেই চলছে যানবাহন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, আমি রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বাইসাইকেলে কলেজে আসার পথে ইতোমধ্যে তিনবার অটোভ্যানের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছি। অভিভাবক সাইফুল ইসলাম জানান, মেয়েকে স্কুলে পৌঁছাতে এবং আনতে হয়, কারণ এসব ব্যাটারিচালিত যানবাহন বেপরোয়া ও বিপজ্জনক। বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস বলেন, রাস্তা দখল করে রাখা ব্যাটারিচালিত যানবাহনের কারণে এরই মধ্যে দু’বার আমার দোকানে দুর্ঘটনা ঘটেছে। পর্যাপ্ত জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রলি দোকানে ঢুকে যায়।অন্যদিকে, ব্যাটারিচালিত যানবাহন চালকরা দাবি করেন, তাদের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে অবস্থান নিতে হচ্ছে। তারা দ্রুত স্ট্যান্ড নির্ধারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এসব চালকরা মূলত নিয়ম-কানুন সম্পর্কে সচেতন নয় এবং কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যান চালাচ্ছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালিত হবে।সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।ভোরের আকাশ/এসএইচ
৩৪ মিনিট আগে
ঈদ উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তৈরি পোষাকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন। এসময় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখার অভিযোগের কয়েকটি ‘এক দাম’ এর তৈরি কাপড়ের দোকানে ব্যবসায়ীর কাছে কাপড়ের ক্রয় রসিদ দেখাতে বলেন আদালত। কাপড়ের গায়ে মূল্য তালিকা স্টিকার লেখা থাকলেও ক্রয় রশিদ দেখাতে পারেনি বিক্রেতারা। কিভাবে কাপড়ের মূল্য নির্ধারণ করা হয়েছে আদালতের এমন প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। পরে ৩টি নামী তৈরি পোষাক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয়।এ ব্যপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, আমাদের কাছে অভিযোগ ছিল, ব্যবসায়ীরা অতিরিক্ত দামে কাপড় বিক্রি করছেন। ঈদ উপলক্ষে যাতে অতিরিক্ত দান নিতে না পারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।এ সময় পন্যের মূল্য তালিকা দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকার কথা তিনি জানান।ভোরের আকাশ/এসএইচ
৩৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও'র) সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও'র সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন । আলোচনা সভায় তাদের বক্তব্যের মাধ্যমে উপজেলার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ফুলবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক সমাজে যে সমস্ত অসঙ্গতি আছে আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। আপনাদের কলম অহেতুক কাউকে হেনস্থা করার জন্য নয়। বিবেককে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম; কাউকে ছাড় দেয় কিন্তু ছাড়ে না।৩৫ তম বিসিএস এর এই কর্মকর্তা সরকারী নিয়ম-নীতির মধ্যে নির্মহভাবে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে চান। এ ব্যাপারে তিনি ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার ইতিবাচক সহযোগিতা কামনা করেন।এ সময় সিনিয়র সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন দৈনিক নয়া দিগন্ত ও করতোয়ার ফুলবাড়ী প্রতিনিধ সেখ সাব্বির আলী, দৈনিক সমকালের প্রতিনিধি ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মো. আজিজুল হক, দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার, দিনাজপুর প্রেসক্লাব ও সুজনের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, আমাদের সময়ের প্রতিনিধি ফুলবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল আলম ডিফেন্স, ইনকিলাব প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু শহীদ, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মো. মেহেদী হাসান উজ্জ্বল, যায়যায় দিনের প্রতিনিধি মো. রজব আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ভোরের দর্পণের প্রতিনিধি মো. হারুন-উর রশিদ, দৈনিক আমার দেশের প্রতিনিধি মো, মোকাররম হোসেন প্রমূখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, তিনি ইতিপূর্বে গাইবান্ধা সাঘাটার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার হিসাবে বদলী করা হয়। ২০ মার্চ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ২৩ মার্চ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।৩৫ তম বিসিএস এর এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তার পৈত্রিক নিবাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।
১২ ঘন্টা আগে