আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। এই সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্তটি নিয়ে দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এ ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা প্রকাশ্যে কড়া প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে এটিকে বাংলাদেশের ক্রীড়া মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন।বিএনপি মহাসচিব মনে করেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার মাধ্যমে অপমান করা হয়েছে। আর তাকে অপমান করা বাংলাদেশকে অপমান করার সামিল বলেই মনে করেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথেমতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুলের ভাষ্য, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদেরএকজন ক্রিকেটারকে (মুস্তাফিজ) অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের (ভারতে খেলতে না যাওয়া) সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়েও আমাদের একমত হওয়া উচিত।’বাংলাদেশ চায় বিপিএলের ভেন্যু পরিবর্তন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে। বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠিতে জানিয়েছে বিসিবি। আজ সোমবার বা মঙ্গলবারের মধ্যে চিঠির জবাব দেয়ার কথা আইসিসির।
৫ দিন আগে
সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আদিরা এন্টারপ্রাইজ। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে তারা রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াডকে পরাজিত করে ফাইনালে ওঠে। রোববার (১১জানুয়ারী) বিকেলে শহরের মহিম স্কুলের মাঠে উক্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় । টসে জিতে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াড প্রথমে ব্যাট করার সিধান্ত গ্রহন করে। আগে ব্যাট করে তারা নির্ধারিত ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে আদিরা এন্টারপ্রাইজ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় এবং উক্ত টুর্নামেন্ট এর ফাইনালে নিজেদের নাম লেখায়। বিজয়ী দলের খেলোয়ার মোহাম্মদ ইমরান ব্যাট হাতে ৬৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে। পুরস্কার তুলে দেন বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আম্পায়ার, মো. শেখ মিলন ও রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াড এর অধিনায়ক মো. সোহাগ। ভোরের আকাশ/র.ই
৬ দিন আগে
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে জায়গা পেয়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। বল হাতে নিজের সেরাটা দিয়ে ঋতিমতো সবাইকে টপকে শীর্ষে তালিকায় জায়গা করে নিচ্ছেন এই টাইগার লেগ-স্পিনার।সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। ৩৭ রানে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারিয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেন্স।গত মাসে পার্থ স্করচার্সের বিপক্ষেও ৩৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন রিশাদ। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন।শনিবার (১০ জানুয়ারি) সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’তিনি বলেন, রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান। তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।’ভোরের আকাশ/মো.আ.
৬ দিন আগে
আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়ে ২২ বছর পর টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো।প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। দ্রুতই আসে সেই চাপের ফল। ম্যাচের ২৬ মিনিটে।আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ।গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোয় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোই বেশি আক্রমণ শানায়, যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি।বিরতির পর বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্যামেরুন।উল্টো মরক্কোর হয়ে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। আবদে সামাদ এজ্জালজৌলির সেট-পিস থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে এটি তার প্রথম গোল।শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। গ্যালারি ভর্তি সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে জয় নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা।২০০৪ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। ১৯৭৬ সালের পর প্রথম শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্বাগতিকরা।ভোরের আকাশ/মো.আ.
১ সপ্তাহ আগে