হুমায়রা আকতার জাহান, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০৩:০৭ পিএম
ছবি: ভোরের আকাশ
ইনার হুইল ক্লাব অব বগুড়া ও রোটারি ক্লাব অব বগুড়ার যৌথ উদ্যোগে “মরহুম তবিবুর রহমান স্মৃতি শিক্ষা বৃত্তি” কর্মসূচির আওতায় বগুড়ায় ৫৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতি রোটারিয়ান মো. রেজাউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই শিক্ষা বৃত্তি কর্মসূচি শুধু শিক্ষার্থীদের অনুপ্রেরণা নয়, শিক্ষকদের পরিশ্রম ও দিকনির্দেশনার প্রতিফলনও বটে। আমাদের উচিত শিক্ষকদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ইনার হুইল ক্লাব ও রোটারি ক্লাব অব বগুড়া যে সমাজ উন্নয়ন ও শিক্ষাসেবামূলক কাজে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।”
ইনার হুইল ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট শামসুন্নাহার শিমু বলেন, “এই বৃত্তি কেবল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নয়, বরং তাদের অনুপ্রেরণা ও উৎসাহের প্রতীক। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের শিক্ষা জীবনে নতুন প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি ইয়াসমিন হাসান, ট্রেজারার মনোয়ারা খানম ও আইএসও তানজিনা সেলিম জেনি।
ভোরের আকাশ/এসএইচ