জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ : ১২ মে ২০২৫ ১২:১৬ পিএম
সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নার এক মাসের জেল
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে এক মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত বিশেষ ক্ষমতা আইনে (ডিটেনশন) এ আদেশ দেন। এর আগে আদালতে আবেদন করে বায়েজিদ থানা পুলিশ।
আদালতের আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ও ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে তাকে আটক রাখা হচ্ছে।
এর আগে শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে বাকলিয়ায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। তবে ওই মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন তামান্না। আদালতের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে বায়েজিদ থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ থাকায় ফের হেফাজতে নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। তিনি বলেন, তামান্না বাকলিয়া থানার জোড়া খুনের মামলার ২ নম্বর আসামি। গ্রেপ্তারের সময় তিনি আদালতের কাগজপত্র দেখাতে পারেননি। রোববার তার আইনজীবী আদালতের কাগজপত্র নিয়ে আসেন। তবে বায়েজিদ থানায় তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ দিনের আটকাদেশ থাকায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় জোড়া খুনে ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে আসামি করে মামলা করেন।
এর আগে স্বামী সাজ্জাদকে গ্রেপ্তারের পর গত ১৬ মার্চ সকালে তামান্না শারমিনের প্রথম ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তামান্না বলেন, ‘বান্ডিল বান্ডিল, কাড়ি কাড়ি টাকা ছেড়ে ১০ থেকে ১২ দিনের মধ্যে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনব। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।’
এরপর মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তামান্নার ১ মিনিট ৫০ সেকেন্ডের আরেকটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে স্বামী সন্ত্রাসী সাজ্জাদকে কোমরে রশি বেঁধে ঘুরিয়ে পুলিশের মাইকিংয়ের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করার হুমকি দেন এই তামান্না।
এদিকে বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে তামান্না শারমিনকে আগাম জামিন দেন। এরপর রোববার (১৩ এপ্রিল) হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া তামান্নাকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় চেম্বার আদালত।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকার বসুন্ধরা শপিং মল গ্রেপ্তার করে পুলিশ।
ভোরের আকাশ/এসএইচ