চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৪:১২ পিএম
ছবি: ভোরের আকাশ
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই। এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চিতলমারী শাখার আহ্বায়ক মো. সোহাগ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আজিজুল হক, যুগ্ম আহবায়ক রথিন গাইন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চিতলমারী উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উক্ত শাখার সদস্য মো. ইয়াছিন ফকির, সাল সাবিল ইসলামী একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সানসাইন বিডস কেয়ার স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক নরেন্দ্র নাথ হালদার, আল ফারুক একাডেমির পরিচালক মো. বায়োজিদ হাসান, প্রতিভা শিশু বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মো. আক্তাররুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে চিতলমারী উপজেলার নির্বাহী অফিসার তাপস পালের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।
ভোরের আকাশ/জাআ