মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ০৮:৩১ এএম
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব রাজুর উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের হতদরিদ্র ১৬ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও নতুন লেন্স স্থাপন ব্যবস্থা করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।
গাসিক ২৭ নং ওয়ার্ডের লক্ষীপুরা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পেইন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) গাজীপুর থেকে ক্যাম্পেইনে নির্ধারিত ছানি রোগীদের প্রথম পর্যায়ে ১৬ জনকে ঢাকার আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে যুবদল নেতা রাজু’র নিজ অর্থায়নে বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয়।
অপারেশন সম্পূর্ণভাবে সফল হওয়ায় আজ শুক্রবার তাদের হাসপাতালে নিজে গিয়ে সকল কার্যক্রম সম্পূর্ণ শেষে তাদের নিয়ে আসা হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, সারা বছর নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে হতদরিদ্র কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা রোগীদের প্রথম ধাপে বৃহস্পতিবার ১৬ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আরও ১৫ জনকে আগামী ১০ দিনের মধ্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দেওয়া হবে। রোগীদের সব সময় পাশে থেকে সব ধরনের সেবা ও খোঁজ খবর নেওয়া হবে। এবং রোগীদের পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
ভোরের আকাশ//হ.র