আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১২:০৩ পিএম
বজ্রপাতে কৃষক নিহত
মাঠে বাদাম আনতে গিয়ে বজ্রপাতে জসিম মুসুল্লি নামের এক কৃষক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে।
জানাগেছে, উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামের নিজাম মুসুল্লির ছেলে জসিম মুসুল্লি (৩৮) ও তার ছেলে রিয়াদ মুসুল্লি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মাঠে তোলা বাদাম আনতে যায়। বাদামের আঁটি নিয়ে বাড়ী ফিরছিলেন জসিম।
এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে কৃষক জসিম মুসুল্লি জ্বলসে যায়। ছেলের ডাক চিৎকারে স্বজনরা মাঠে গিয়ে জসিম মুসুল্লির জ্বলসানো মরদেহ দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ বাড়ীতে নিয়ে আসে।
নিহতের ছেলে রিয়াদ মুসুল্লি বলেন,আমি আর বাবা মাঠে বাদাম আনতে গিয়েছিলাম। বাবা মাথায় বাদামের আটি নিয়ে হাটতেছিল আর আমি সামনে লাইট ধরছিলাম। এমন সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়।ওই বজ্রপাতে বাবার শরীর জ্বলসে যায়। এতে বাবা ঘটনাস্থলে মারা যায়।
আমতলী থানার ওসি মো: আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যাবস্থা নিবেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, পরিবার আবেদন করলে আথিক সহায়তা দেয়া হবে।
ভোরের আকাশ/আজাসা