রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৪ পিএম
ছবি: ভোরের আকাশ
রাঙামাটির বনরূপার সমতাঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি–২৯৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় সমতাঘাট বাজার ও বনরূপা কাঁচা বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আবদুস সালাম, রাঙামাটি পৌর আমীর মাঈনুদ্দীন, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা সূরা সদস্য এডভোকেট রাহমাতুল্লাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ি অঞ্চলের ন্যায্য অধিকার বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকবে।”
ভোরের আকাশ/তা.কা