কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৭ পিএম
ছবি : ভোরের আকাশ
কুড়িগ্রামে উৎসবমুখর ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমীতে জেলার বিভিন্ন মণ্ডপে অষ্টমী ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত ও অনুরাগীরা।
দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় ১১ বছরের কিশোরী অনিন্দিতাকে কুমারী রূপে প্রদর্শন করে স্বাগত জানিয়ে উলুধ্বনি ও পূজা অর্চনা করা হয়।
হিন্দু ধর্মমতে, কোলাশসুর নামক এক অসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে দেবতাদের বিপন্ন করে তোলে। এ অবস্থায় দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী কুমারীর আবির্ভাব ঘটে এবং তিনি কোলাসুরকে বধ করেন।
কুমারী পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তিকে কুমারী নারীর মাঝে প্রতিফলিত করা হয়, যা সৃষ্টির প্রাকৃতিক শক্তিরই প্রতীক।
এ বছর কুড়িগ্রাম জেলায় মোট ৫৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
ভোরের আকাশ/মো.আ.