পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫ এএম
ছবি : সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাদারতলীতে বিদ্যুৎ সংযুক্ত ফাঁদে জড়িয়ে আবু হানিফ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবু হানিফ স্থানীয় কদম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আলমগীর জমাদ্দার তার রোয়া ক্ষেতে ইঁদুর দমনের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আবু হানিফ নিজের ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামের লোকজন আলমগীর জমাদ্দারের রোয়া ক্ষেতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী আলমগীর জমাদ্দারের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, বিদ্যুতায়িত এ ধরনের ফাঁদ মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইফুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/মো.আ.