ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ২৩ ঘন্টা আগে

আপডেট : ১১ মিনিট আগে

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে বান্দরবানে।রমজানের কারণে দীর্ঘদিন পর্যটনকেন্দ্রগুলো ফাঁকা থাকলে ও এখন পর্যটকদের আনাগোনা বেড়েছে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্রে। হোটেল-মোটেল আর রির্সোটগুলোতে পর্যটকদের সমাগম বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোর ব্যাপক ব্যস্ততা। এসব স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।

ঢাকা মতিঝিল থেকে আগত মনিরুল ইসলাম বলেন, প্রকৃতির প্রতি আমার টান ছিল। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বান্দরবানে এসেছি। এখানে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ।

ঢাকা থেকে তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেড়াতে আসা ডা. মনিরুল জামান জানান, বান্দরবান খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। নীলাচল ঘুরেছি, পরিবারের সবাই খুব মজা করছি।

মেঘলা পর্যটন স্পটে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা শিশু আরিয়ান বলেন, উঁচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা দেখে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু মেঘলায় ঝুলন্ত ব্রিজে বাতাসে দুলে দুলে চলার অনুভূতি ছিল অসাধারণ।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি ভাড়া রোধে মোবাইল টিম কাজ করছে। বিদেশী পর্যটকদের জন্য অনলাইন সেবাও চালু রয়েছে। তিনি বলেন, এবারের ঈদে পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।

বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, ঈদুল ফিতরের বন্ধে বান্দরবানে পর্যটকের আগমন বেড়েছে এবং বেশিরভাগ হোটেল-মোটেল এখন পর্যটকে পরিপূর্ণ। আমরা প্রতিনিয়ত অ্যাসোসিয়েশনের সব সদস্যদের নিদের্শনা দিয়ে যাচ্ছি, যাতে পর্যটকরা পর্যাপ্ত সেবা পায়।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০

মন্তব্য করুন