কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৯:১৮ এএম
কালিয়াকৈরে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গাছে বেঁধে রাখার ভিডিও নিয়ে উত্তেজনা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে নারীসহ দুই জনকে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। শনিবার (১০ মে) বিকালে ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হল- মনোয়ারা বেগম (৪৫), মোশারফ হোসেন (৪০)। তারা দীর্ঘদিন ধরে বন বিভাগের জাথালিয়া বনবিটের অধীন বনের জমিতে বসবাসরত লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।
মনোয়ারা বেগমের স্বামী বাদল মিয়া বলেন, বনের জমিতে ঘর তুলে দেওয়ার নামে টাকা আদায়ের অপবাদ দিয়ে আমার স্ত্রীকে বেগমকে শিমুলিয়া গ্রামে রশি দিয়ে গাছে বেঁধে মারধর করা হয়। ভুক্তভোগী নারীর ভাষ্য, স্থানীয় একটি সমিতির কিস্তির টাকা আদায়ে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
শনিবার ওই নারীকে নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিমুলিয়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির খুঁটিতে বেঁধে প্রথমে তাকে মারধর করা হচ্ছে। কয়েক ঘণ্টা পর আরেকটি আমগাছে বেঁধে একই কায়দায় মারধর ও মানসিক নির্যাতন করতে দেখা যায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানায় এসময় এলাকার শতাধিক লোক জড়ো হয়। পরে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে অভিযুক্তরা ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযুক্তরা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে স্বীকার করায় মুচলেকা দিয়ে তাদের ছেড়ে আনা হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আলী জানান, মনোয়ারা বেগম ওই এলাকায় দালালি করে বন বিভাগের জমিতে ঘর নির্মাণে সহযোগিতা করে অর্থনৈতিক সুবিধা নিত। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের গাছে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরবর্তীতে গণ্যমান্যদের মাধ্যমে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ভোরের আকাশ/আজাসা