চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ পিএম
ছবি: ভোরের আকাশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপিকর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তার পিতা আব্দুল করিম। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি আরও বলেন, মামলায় অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও নয়নদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগও করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।
গত সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বাবুপুরে নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত নয়নের বিরুদ্ধেও কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা। বাকী মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্যা ধারায় মামলা দায়ের হয়।
ভোরের আকাশ/এসএইচ