× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেসিসি এলাকায় এক লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১২:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় এক লাখ ৭২ হাজার ৩৭০ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)’র আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বুধবার দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। তিনি বলেন, “টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। জন্মনিবন্ধন না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা নেওয়া যাবে। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নেওয়া যাবে।”

তিনি আরও বলেন, “এই টিকা শতভাগ নিরাপদ, পরীক্ষামূলক নয়। সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে এই টিকাদান কার্যক্রমের সফলতা অপরিহার্য।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা সিটি করপোরেশন এলাকায় মোট ৫৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর) স্কুল ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে এবং স্থায়ী কেন্দ্রগুলোতে টিকা প্রদান কার্যক্রম চলবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

টিকা গ্রহণের জন্য অভিভাবকদের শিশুর জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

ক্যাম্পেইনে মোট ২৫২ জন টিকাদানকারী, ৩৫০ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, ৮ জন দ্বিতীয় সারির সুপারভাইজার, ৪ জন কোল্ড চেইন ম্যানেজার ও ৪ জন আইটি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
কেসিসি’র উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ

কেসিসি’র উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ

 ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সংশ্লিষ্ট

চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই সফলতা আসে: জেলা প্রশাসক

চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই সফলতা আসে: জেলা প্রশাসক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ জেলে আটক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ জেলে আটক

জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ