ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০৩:৫২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের ইটের আঘাতে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে অপর চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত জামাল মিয়া (৪৫) সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের শনু মিয়ার ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, জামালের ছেলের বিদেশ যাওয়া নিয়ে তার চাচাতো ভাই বাবুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় জামাল ইটের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ