ছবি- সংগৃহীত
আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণকাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় উল্লাসে ফেটে পড়ছে জনগণ। তারা অধিরআগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতার। দীর্ঘ ১৭ বছরে তারা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে তারেক রহমানের ভোটের বাক্সে যে পরিমাণ ভোট পড়বে, তার ভোটের ঢেউয়ে অন্য প্রার্থীদের খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের এক নম্বর ওয়ার্ডেরহাকির মোড়, গোয়ালবাড়ি, নামাজগড় ও সুলতানগঞ্জ পাড়াএলাকায় তারেক রহমানের পক্ষে ধানের শীষ মারকায় ভোট চেয়ে প্রচারণা চালান।এ সময় তিনি বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করার আহান জানান বগুড়া বাসির প্রতি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ গাবতলী ওশাজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করার সম্মতি দেওয়ায় নেতা তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন।নামাজগড় মোড়ে সমাবেশে ভিপি সাইফুল আসলাম আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি। তাই আগামী নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আবারো বগুড়ার সকল উন্নয়ন কাজ করতে হবে। বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সাবেক পৌর কাউন্সিলর এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ মোঃ মেহেদী হাসান হিমুর সমন্বয়ে গোয়াল গাড়ী, সুলতান গন্জপাড়া, নামাজগড়, নিশিন্দারা এলাকায় তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণা চালায়। পথসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করেন নেতাকর্মীরা। এছাড়া তারেক রহমান বগুড়া-৬ আসনে ও বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসনে প্রার্থী হওয়ায় জনসাধারনকে মিষ্টিমুখ করান ভিপি সাইফুল ইসলাম।কর্মসূচীতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন শহর বিএনপির সহসভাপতি মশিউর রহমান শামীম, সাবেক কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদ শরীফ মিঠু, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, যুবদলের রাশেদুল ইসলাম রাশেদ, জাহিদুল ইসলাম, উজ্জল হোসেন, ইখতিয়ার উদ্দিন রানা, সোহেল শাহরিয়ার, আতিকুল ইসলাম আতিক, স্বাধীন আহমেদ, তৌহিদুল ইসলাম, শহর ছাত্রদল নেতা রাজন, রাহাদ, আরিফ, ওয়ার্ড ছাত্রদলের লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল, মেজবাউল প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
নওগাঁর মান্দায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে চার ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সতিহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।এ সময় নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।অভিযানে চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার প্রমাণ পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ভোরের আকাশ/জাআ
গাজীপুরের শ্রীপুরে বিএনপির গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বরমী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ সরকারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আকতারুজ্জামান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা, ইউপি মেম্বার রনি আকন্দ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, বরমীর মূল সমস্যা হলো সন্ত্রাস ও মাদক। ১৮ বছর আপনারা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। দেশে এক লক্ষ মামলায় ৬০ লক্ষ আসামি ছিলো। এ জনপদে সন্ত্রাস ও মাদককে কোন ছাড় দেওয়া হবে না। এ জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিমধ্যেই কাজ শুরু হইছে আপনারা দেখতেছেন। পরে গোসিংগা বাজারে এক বিশাল নির্বাচনী ক্যাম্পেইন মিছিল অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/জাআ
নওগাঁর মান্দা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজার গাছসহ স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত স্বপন হোসেন ওই গ্রামের পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে।মান্দা থানার এসআই সুজন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়পই গ্রামে অভিযান চালিয়ে স্বপনের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২৫ কেজি ১০০ গ্রাম। এঘটনায় স্বপনকে হাতেনাতে আটক করা হয়েছে।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”ভোরের আকাশ/জাআ