× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’ প্রকল্পের কাজ শেষের দিকে

লাখো কর্মসংস্থানের হাতছানি

মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০৩:১৯ পিএম

লাখো কর্মসংস্থানের হাতছানি

লাখো কর্মসংস্থানের হাতছানি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম তীরে জেগে ওঠা সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলের ১ হাজার ৪২ একর ভূমি উন্নয়ন করে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম ও সবচেয়ে বড় বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চল ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’। জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রকৌশলগত সহায়তায় প্রকল্পের সার্বিক অগ্রগতির নির্মাণকাজ শেষ হয়েছে ৭০ শতাংশ।

সড়ক, রেল, নৌ যোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনটির কারখানার জন্য বরাদ্দকৃত ৬০ শতাংশ জমিতে ৪০০টি প্লটে গড়ে উঠবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ছোট-বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠান ছাড়াও আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে থাকছে খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, বর্জ্য পরিশোধনাগার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

ব্যক্তি মালিকানাধীন ৯টি প্রতিষ্ঠান ও দুজন ব্যবসায়ীর যৌথ উদ্যোগের এই অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণকাজ তিনটি অংশে বিভক্ত করে ইতিমধ্যেই দুটি অংশের কাজ সম্পন্ন করা হয়েছে। ৪০০টি শিল্প প্লট ক্যাপাসিটির এই প্রকল্পের শেষাংশে রাস্তা, ড্রেন, বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষের দিকে। এই মুহুর্তেই শিল্প প্রতিষ্ঠান স্থাপন উপযোগি অর্থনৈতিক অঞ্চলটিতে ইতোমধ্যে ১৪টি প্রতিষ্ঠান বস্ত্র, ডাইং, কেমিক্যাল, ইলেকট্রনিকস, এগ্রিকালচার প্রডাক্ট ও ফুটওয়ার পণ্য উৎপাদনের জন্য জমি বরাদ্দ পেয়েছে। 

গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি সড়ক, রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য পরিবহনের সুযোগ থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন শিল্প গ্রুপ। এটি পুরোপুরি ভাবে চালু হলে সৃস্টি হবে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান ও সমৃদ্ধ হবে অর্থনীতি।

ইকোনমিক জোনে কর্মরত আব্দুল ছালাম নামের এক শ্রমিক ভোরের আকাশকে বলেন, এখানে কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি পাইপ লাইনে কাজ করি। এই ইকোনমিক জোন আমাদের দেশের সম্পদ। আমরা অনেক শ্রমিক এখানে কাজ করতেছি। এটার নির্মাণ কাজ শেষ হলে কয়েক লক্ষ মানুষ কাজ করতে পারবে এখানে।

মালেক নামের এক শ্রমিক ভোরের আকাশকে বলেন, যমুনা নদীর পাড়ে ইকোনমিক জোনে আমরা ড্রেনের কাজ করতেছি। এখানে রাত দিন কাজ চলছে। এখানকার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি এখানকার কাজ শেষ হবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু ভোরের আকাশকে জানান, এই ইকোনমিক জোনের কাজ দীর্ঘদিন ধরে শুরু হয়েছে। ইতিমধ্যে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এই ইকোনমিক জোন গড়ে উঠলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে। ফলে সিরাজগঞ্জের জন্য ব্যবসায়িক নতুন দ্বার উন্মোচন হবে এবং পুরো উত্তরাঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সিরাজগঞ্জের চেহারা পালটে যাবে।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা লে. কর্নেল (অব.) শরিফুল ইসলাম ভোরের আকাশকে বলেন, ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’ উত্তরবঙ্গের প্রবেশপথে অবস্থিত যার ফলে এখানকার বিনিয়োগ সুবিধা অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। অর্থনৈতিক অঞ্চলটিতে গড়ে উঠবে ছোট-বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের, যা দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’র পরিচালক শেখ মনোয়ার হোসেন ভোরের আকাশকে জানান, ইতিমধ্যে এর ৭০ শতাংশ কাজ আমরা শেষ করেছি। পানি, গ্যাস, ইলেকট্রিসিটি, বজ্র নিষ্কাশন, ড্রেনেজ সিস্টেম, রোড, কালভার্টে, ব্রিজ সবগুলোর কাজ শেষের দিকে। এই মূহুর্তে ১শ ৭১-৭২ একর জায়গা আমাদের রেডি করা আছে। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী ২০২৬ সালের মাঝামাঝি প্রত্যেকেই ইন্ডাস্ট্রি চালু করতে পারবে এবং সব ধরনের লজিস্টিকস আমরা দিয়ে দিতে পারবো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ অক্টোবর ৩ হাজার ২০০ কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। ২০২৫ এর জানুয়ারিতে প্লট বরাদ্দ শুরুর লক্ষ্য নির্ধারন করে ২০১৯ সালের ৩ এপ্রিল শুরু হয় ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’ নির্মাণকাজ।

  • শেয়ার করুন-
 ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সংশ্লিষ্ট

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো বিষধর সাপ

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো বিষধর সাপ

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার