গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৪:২৩ পিএম
গোয়াইনঘাটে জুলাই বিপ্লবে আহতদের মাঝে চেক বিতরণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধে (ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬ জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৫ জনের হাতে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রতন কুমার অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান। ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি "সি") গোয়াইনঘাট উপজেলার ৬ জনের মধ্যে উপস্থিত ৫ জন আহত যোদ্ধার মাঝে চেক বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলায় ৬ জন জুলাই যোদ্ধারা হলেন- এডভোকেট ফয়েজ আহমদ,আব্দুর রহিম,জসিম উদ্দিন,আব্দুল কাদির জিলানী, আশরাফুল আমিন ও শেখ আরিফুল ইসলাম। আব্দুর রহিম উনার চেকে ভুলবশত নাম আব্দুর রহমান চলে আসার কারণে চেক দেওয়া হয়নি।
পরবর্তীতে চেকের নাম সংশোধন করে চেক দেওয়া হবে। আরিফ বিদেশে থাকায় উনার বড় ভাই ইসলাম উদ্দিন চেক গ্রহণ করেন।
ভোরের আকাশ/এসএইচ