চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৪:২২ পিএম
পুলিশের বিরুদ্ধে মামলার হুমকি সাজ্জাদের স্ত্রীর
চট্টগ্রাম নগর পুলিশ তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে জেলার রাউজান ও নগরের বিভিন্ন এলাকায় ‘সচেতনতামূলক’ মাইকিং করায় আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী তামান্না শারমিন। সাজ্জাদকে ‘কোরবানির গরুর মতো’ রশি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানো মানবাধিকারের লঙ্ঘন এবং অপমানজনক বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় এসব বলেন তিনি।
গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।
সাজ্জাদকে গ্রেপ্তারের পরপরই গত ৩০ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে ‘ব্রাশফায়ার’ করেন তার অনুসারীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হন আরও দুজন। নিহত ও আহতরা আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজন বখতিয়ার হোসেনের মা ফিরোজা বেগম গত মঙ্গলবার বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনকে আসামি করা হয়। মামলার অন্য পাঁচ আসামি হলেন মো. হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ, মো. রায়হান ও মো. বোরহান।
সবশেষ গত ৬ এপ্রিল নগরের চান্দগাঁও থানার ইট ও বালু ব্যবসায়ী তাহসীন হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা এই আসামিকে নিয়ে গত ৬ এপ্রিল রাতে জেলার রাউজান উপজেলার কদলপুর এবং ৭ এপ্রিল নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় রাস্তায় হাঁটিয়ে মাইকিং করে পুলিশ।
সাজ্জাদের স্ত্রী তামান্না বলেন, ‘কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় মাইকিং করার? আমার স্বামী কি কোরবানীর গরু? এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না?
ভোরের আকাশ/এসএইচ