বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৫০ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেতাগী উপজেলার পাঁচ শতাধিক ভূমিহীন মানুষ। বিষখালী নদীর বুকে জেগে ওঠা রুহিতার চর নিয়ে বেতাগী ও বামনা এই দুই উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সীমানা পুনর্নির্ধারণ ও দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেতাগী উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ শতাধিক ভূমিহীন মানুষ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

বেতাগী উপজেলার তিনটি ইউনিয়ন থেকে আসা নারী ও পুরুষরা জানান, নদীভাঙনে তাদের রেকর্ডীয় জমি বিষখালী নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে নদীর মাঝখানে রুহিতার চর জেগে ওঠে। ওই চরে তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালে বামনা উপজেলার চরসংলগ্ন এলাকার কিছু স্থানীয় বাসিন্দা তাদের চাষাবাদে বাধা দেয়।
চলতি বছরের মার্চ মাসে প্রশাসনের মাধ্যমে দুই উপজেলার সীমানা নির্ধারণ করা হয়। এরপর তারা পুনরায় চাষাবাদ শুরু করলে তাদের ধান কেটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভূমিহীনরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়েছে বলে তারা জানান।
পরে অবস্থান কর্মসূচিতে নেতৃত্বদানকারী পাঁচজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক তাদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
এদিকে, বেতাগীর ভূমিহীনরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসার সুযোগে রুহিতার চরে থাকা তিনটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বেতাগীর ভূমিহীনরা। তাদের দাবি, বামনা উপজেলার একটি গ্রুপ এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।
ভোরের আকাশ/মো.আ.