কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৮ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন এবং দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও শুকনা খাবার দেয়া হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন এবং ২৩টি অসহায় দুস্থ পরিবারের মাঝে একটি শুকনা খাবারের প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ