ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০৫:০৯ পিএম
ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো দুইজনের
ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিক তাদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, দুপুর দুইটার দিকে ওই দুইজন চুরখাই মোড়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ