মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১০:৫৩ এএম
ফিলিস্তিন ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চায় দেশবাসী: রহমাতুল্লাহ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায়। কারণ ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহুর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
আবু নাসের বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রেক্ষাপটে নিরব থাকা মানে মানবতার প্রতি অবমাননা। বিএনপি সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল এবং আমরা সবসময় নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আছি।
তিনি আরও বলেন, আজকে সময় এসেছে, বিশ্বব্যাপী মানবিক কণ্ঠস্বর ঐক্যবদ্ধ করার। রাফা ও গাজায় চলমান গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকেও দৃশ্যমান ও কার্যকর হস্তক্ষেপ করতে হবে—এই দাবিই এখন দেশবাসীর।
আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্যদিয়ে সমাধান চাচ্ছি।
বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার বূরো প্রধান হুমায়ুন কবির, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরামের মহানগর শাখার সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ