বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০২:২৮ পিএম
থালাপতি বিজয় মোদির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ
দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় (পরিবারিক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর) এখন রাজনৈতিক মঞ্চে মোদির জন্য নতুন আতঙ্ক হিসেবে হাজির। পর্দার নায়ক থেকে জনতার নেতা হিসেবে উদ্ভূত বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক লড়াই করার ঘোষণা দিয়েছেন।
তার ভক্তসংগঠন ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ এখন ‘তামিলাগা ভেত্ত্রি কাজাগাম’ নামে রাজনৈতিক দলে রূপ নিয়েছে। ধর্মনিরপেক্ষ, সামাজিক ন্যায় এবং বামপন্থার আদর্শের ওপর দাঁড়িয়ে বিজয়ের দল মোদির বিজেপি’র কেন্দ্রীয় নীতি ও হিন্দুত্ববাদী রাজনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
বিশাল জনসমর্থন এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো বিজয়ের রাজনৈতিক যাত্রাকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে মাদুরাই ইস্ট আসনে লড়াই ঘোষণা তার সংকল্পের প্রতিফলন। বিজেপি নেতারা মাঝে মাঝে হাস্যরসাত্মক মন্তব্য করলেও, থালাপতি বিজয়ের জনপ্রিয়তা ক্রমেই বেড়েই চলেছে।
ভোরের আকাশ/হ.র