বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৪:৪০ পিএম
বিয়ের এক বছরেই মা হওয়ার গুঞ্জন! মুখ খুললেন সোনাক্ষী
বিয়ের এক বছর পার হতে না হতেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের আগমন প্রত্যাশা করছেন। এমনকি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও চাউর হয়েছে বলিপাড়ায়।
তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্তঃসত্ত্বা নন।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখন এমন একটি জায়গায় এসেছি, যেখানে এ ধরনের নাক গলানো মন্তব্যকে গুরুত্ব দিই না। কাজ না থাকলে খুব শান্তিতে থাকি, আর কাজ থাকলে চাপ থাকে—তবুও আমি তা সামলাতে জানি।’
তিনি আরও বলেন, ‘আপনি যাই করুন না কেন, কারও না কারও কিছু বলার থাকবে। আমি যদি সাদা পোশাক পরি, তবুও কেউ না কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ক্ষুদ্র মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই শ্রেয়।’
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্নধর্মী এ বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে ওঠে নানা আলোচনা-সমালোচনা। তবে সব বিতর্ক পেছনে ফেলে সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন এ তারকা জুটি।
ভোরের আকাশ//হ.র