আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ০২:২৬ এএম
ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে রোববার (১৭ আগস্ট) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি দাবি, হুথি বিদ্রোহীরা এই কেন্দ্র ব্যবহার করছিল, তবে তারা এই দাবির কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, হামলার ফলে হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জরুরি কর্মীরা আরও ক্ষতি রোধে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি হুথিদের বারবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জানিরা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি বেসামরিক স্থাপনা হওয়ায় এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
ইয়েমেনের সংকটের পেছনে রয়েছে গাজার পরিস্থিতি: ২০২৩ সাল থেকে হুথি বিদ্রোহীরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, এবং ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে হোদেইদাহ বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর।
উল্লেখ্য, গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিরা আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে হুথিরা জোর দিয়ে বলেছে, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানে প্রযোজ্য নয়।
ভোরের আকাশ//হ.র