× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:৪২ এএম

পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে ঠিক কতটি বিমান ভূপাতিত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি তারা।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অনীল চৌহান।

তিনি বলেন, “যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা বড় বিষয় নয়, বরং কেন এবং কী ধরনের ভুলের কারণে সেগুলো ভূপাতিত হয়েছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এ সময় তিনি পাকিস্তানের ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে “একেবারে ভুল” বলেও উড়িয়ে দেন। তবে তিনি স্বীকার করেন যে সংঘাতের শুরুর দিকে কিছু কৌশলগত ভুল হয়েছিল এবং ভারত তা দ্রুত বুঝে সংশোধন করেছে। অনীল চৌহান আরও বলেন, “আমরা আমাদের কৌশলগত ভুল চিহ্নিত করেছি, তা শুধরে নিয়েছি এবং দুই দিনের মাথায় আবার দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছি।”

এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে এই সংঘাতের সময় ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইসলামাবাদ দাবি করে, এইসব বিমানের মধ্যে রাফাল যুদ্ধবিমানও রয়েছে, যা ভারত ফ্রান্স থেকে কিনেছিল।

পাকিস্তানের এই দাবি ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ২০০৪ সালে ফরাসি নৌবাহিনী এবং ২০০৬ সালে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে রাফাল যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার কোনও স্বীকৃত ঘটনা আগে প্রকাশ্যে আসেনি।

এ নিয়ে ফরাসি একটি গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, পাকিস্তান সত্যিই রাফাল ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী