আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:২৩ পিএম
পারমাণবিক বিষয়ে পাকিস্তানকে সতর্ক করলেন মোদি
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পারমাণবিক অস্ত্র নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ২২ মিনিটের ভাষণে তিনি বলেন, “ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।”
মোদি জানান, পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হলেও এর ভবিষ্যৎ নির্ভর করবে ইসলামাবাদের আচরণের ওপর। তিনি সাফ জানিয়ে দেন, “সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।”
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ এনে মোদি বলেন, “এই সন্ত্রাস একদিন তোমাদেরই ধ্বংস করবে।” কাশ্মীর প্রসঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, “আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার প্রশ্নে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে দেশটির ভেতরে ও আজাদ কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। পরে পাকিস্তানও ‘অপারেশন বুনইয়ান-উল-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। টানা চারদিনের সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ।
ভোরের আকাশ/হ.র