আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ১১:৩৯ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলের হামলা
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব। খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সামরিক স্থাপনায় লক্ষ্য করে আঘাত হেনেছে। এ হামলা ইরানের সামরিক অবকাঠামোর ওপর ছিল বলে দাবি করেছে তেল আবিব।
এর আগে ইরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে একযোগে অন্তত ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, এই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, ইসরায়েল-ইরানের চলমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
ভোরের আকাশ/হ.র