× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের যুদ্ধবিরোধী প্রস্তাবকে স্বাগত জানাল ফিলিস্তিনের সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৮ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ট্রাম্পের যুদ্ধবিরোধী প্রস্তাবকে স্বাগত জানাল ফিলিস্তিনের সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ইস্যুতে ট্রাম্পকে সহযোগিতার করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার।

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ নামেও পরিচিত। মঙ্গলবারের বিবৃতিতে পিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের আন্তরিক এবং সিদ্ধান্তমূলক প্রচেষ্টাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানাচ্ছে। শান্তির পথ খুঁজে বের করার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। পিএ এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সোমবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল, ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাবের চূড়ান্ত অনুলিপি প্রস্তুত হয়েছে। সংবাদ সম্মেলন শেষ হওয়া কিছু সময়ের মধ্যেই সেটির লিখিত কপি হাতে এসে যাবে। এ সময় বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন।

ট্রাম্প বলেন, আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি; এবং আমি অবশ্যই বলব যে এই প্রস্তাব লোকজন ইতোমধ্যেই পছন্দ করেছে।

প্রসঙ্গত, নতুন প্রস্তাবে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের অবসানের পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

ভোরের আকাশ/তা.কা

  • শেয়ার করুন-
শান্তিতে নোবেল না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে: ডোনাল্ড ট্রাম্প

শান্তিতে নোবেল না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে: ডোনাল্ড ট্রাম্প

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ট্রাম্প-শাহবাজ

পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ট্রাম্প-শাহবাজ

পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ট্রাম্প-শাহবাজ

পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ট্রাম্প-শাহবাজ

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

 শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সংশ্লিষ্ট

বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

নিউইয়র্কে ডেল্টা এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

নিউইয়র্কে ডেল্টা এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদি

অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদি

ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল

ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল