নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:২৫ পিএম
জামায়াতের নিবন্ধন নিয়ে ফের আপিল শুনানি বুধবার
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (১৪ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। বুধবারের কার্যতালিকায় আপিলটি এক নম্বরে থাকবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, সকাল ১০টার পর নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি শুরু হয়। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলের ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।
ভোরের আকাশ/এসএইচ