ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০৫:১৫ পিএম
ছবি- সংগৃহীত
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনা করবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসব আইনজীবী সবাই সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন। এখন থেকে তারা রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নামের তালিকা দেখতে ক্লিক করুন।
এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ