নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ০১:২৭ এএম
ছবি সংগ্রহীত
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার আসামি ও সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকারের আবেদনের ভিত্তিতেই এই আদেশ দেওয়া হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ অক্টোবর তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন— আসামিরা পলাতক এবং যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এতে মামলার তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় তাদের নাম ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। সে সময় ঘটনাটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করে অপমৃত্যুর মামলা করা হয়, যার বাদী ছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
পরে ১৯৯৭ সালে তিনি দাবি করেন— তার ছেলে হত্যা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিলে সিআইডি ৩ নভেম্বর সালমানের মৃত্যু আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে পরিবার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করে।
দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরদিন (২১ অক্টোবর) সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি (মে-ফেয়ার বিউটি সেন্টার), আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সালমান শাহর বাবার মৃত্যুর পর বর্তমানে মামলাটি তার মামা আলমগীর পরিচালনা করছেন। তিনি জানিয়েছেন, “যেসব আসামি মারা গেছেন, প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাদের নাম মামলার দায় থেকে বাদ দেওয়া হবে।”
ভোরের আকাশ//হর