নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৯:০৬ এএম
এটিএম আজহারের আপিল আবারও শুনানি আজ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি আজ বৃহস্পতিবার আবারও অনুষ্ঠিত হবে। আজকের শুনানির মাধ্যমে আদালত সিদ্ধান্ত নিতে পারেন—তিনি খালাস পাবেন, না আগের ফাঁসির রায়ই বহাল থাকবে।
সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, এই শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি প্রথমে রাখা হয়েছে। এর আগে, গত ৬ মে মামলাটির প্রথম ধাপের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শিশির মনির। শুনানির শুরুতে তিনি মামলার সারসংক্ষেপ আদালতের সামনে উপস্থাপন করেন। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার ফাঁসির রায় বহাল রাখে।
তবে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত তার আবেদন গ্রহণ করে পূর্ণাঙ্গ আপিলের সুযোগ দেন। এরপর ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয় এবং এক সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষকে পরে তাদের জবাব জমা দিতে নির্দেশ দেন আদালত।
ভোরের আকাশ/আজাসা