আপিল বিভাগকে শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০১:২২ পিএম
জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘সংক্ষিপ্ত রায়ে’ ফাঁসি দেয়া হয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপিল বিভাগে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে ‘সংক্ষিপ্ত রায়ের আলোকে’।
মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।
উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ১২ ডিসেম্বর ২০১৩ সালে এটা করা হয়। কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয়।
তিনি বলেন, রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়।
এর আগে, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক শুনানি করলেও তার বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় আজ শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুনানিতে শিশির মনির বলেন, সাধারণত আসামির মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয়। তবে কারও ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশ এটা প্রথম ঘটনা। উপমহাদেশে এমন নজির আর নেই।
তিনি বলেন, সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দেওয়ার পর কোর্টে আসার পর দেখলাম সে ঘটনার তারিখ-সময় বলতে পারছে না। পরে অনেক সাক্ষীকে কোর্টে আনা হয়নি। আসামিপক্ষ জেরা করতে পারেনি। অথচ সাক্ষীদের জেরা করা বিশ্বব্যাপী স্বীকৃত। এটাই সাক্ষ্য আইনের বিধান।
ভোরের আকাশ/এসএইচ