নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১১:০৫ পিএম
বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির জন্য সরকারের নতুন নির্দেশনা
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) জারি করা বিজ্ঞপ্তিতে বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের উদ্দেশে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কিছু নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। বিশেষ করে টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ না করার বিষয়টি নজরে এসেছে।
নতুন নির্দেশনায় সব ট্রাভেল এজেন্সিকে টিকিটে স্পষ্টভাবে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে। একই সঙ্গে যাত্রীদেরও কেনা টিকিটে এসব তথ্য সঠিকভাবে আছে কি না তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া যাত্রীদের অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট না কেনার আহ্বান জানানো হয়েছে। কোনো ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভোরের আকাশ/হ.র