নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০২:২৩ এএম
“শুধু একটি দল ডিসেম্বরেই নির্বাচন চায়”: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হোক—এমন দাবি দেশের সব রাজনৈতিক দলের নয়, বরং একটি নির্দিষ্ট দলের, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহণকালে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। তার এ বক্তব্য ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বর্তমানে তিনটি মূল লক্ষ্য সামনে রেখে কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন। তিনি বলেন, “জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি ও সংস্কার অগ্রগতির ওপর ভিত্তি করে তা চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে।”
ড. ইউনূস বলেন, “আমরা যদি শুধু পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার কিছু সংস্কার সম্পন্ন করে বাকি অংশ ভবিষ্যতের জন্য রেখে দিলেও ডিসেম্বরেই নির্বাচন করা যেতে পারে। তবে যদি আমরা একটি শক্তিশালী ও টেকসই সংস্কার কাঠামো গড়তে চাই, তাহলে আমাদের আরও ছয় মাস সময় নিতে হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পেছনে রাজনৈতিক ঐকমত্য নেই। এটি সব দলের সম্মিলিত মত নয়—বরং একটি নির্দিষ্ট দল থেকেই এই দাবি এসেছে।”
ভোরের আকাশ//হ.র