নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১২:০৫ এএম
শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার তদন্ত শেষ
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার তদন্ত শেষ হয়েছে।
রোববার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, তদন্ত সংস্থা আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
প্রসঙ্গত, প্রথমে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরবর্তীতে মামলায় অন্তর্ভুক্ত করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে। তদন্ত প্রতিবেদন জমার পর চিফ প্রসিকিউটরের পর্যালোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার (৯ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করা হবে বলে আশা করা যাচ্ছে। এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।
গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত শেষ করতে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়। তবে সময়সীমা তিন দফা বাড়ানোর পর সর্বশেষ গত ২০ এপ্রিল আরও দুই মাস সময় বৃদ্ধি করে আগামী ২৪ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাড়ে ১৫ বছরে সংঘটিত গুম ও খুনের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। অপর মামলাটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে এটি ছিল প্রথম মামলা।
ভোরের আকাশ/ হ.র