× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লটারির মাধ্যমে ডিসি, ইউএনও নিয়োগ হবে না: জনপ্রশাসন সচিব

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হবে বলে জানিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ডিসি, ইউএনও পদায়ের ক্ষেত্রে  এমনটি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।’

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিনিয়র সচিব।

মো. মোখলেস উর রহমান বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনই বদলি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়। এ সময় ইউএনও, ডিসি-সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি হয় এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকে না।

তিনি বলেন, ডিসি নিয়োগের জন্য জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি এবং পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটি রয়েছে। এই কমিটিগুলো ফিট লিস্ট তৈরি করে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া, যা কেবল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্পন্ন হয় না।

তিনি আরও উল্লেখ করেন, মাঠ প্রশাসন বলতে সিভিল সার্ভিস ও পুলিশ প্রশাসন-উভয়কেই বোঝানো হয়। বর্তমানে যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে, নির্বাচনের আগে কিছু ডিসিকে বদলি করা হতে পারে, এবং তাদের স্থলাভিষিক্ত করা হবে নতুন কর্মকর্তাদের।

মো. মোখলেস উর রহমান বলেন, নির্বাচনের সময় মাঠ প্রশাসনে ভোটের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কেউ এই দুঃসাহস... মাঠপ্রশাসন বলতে আমি যাদের বুঝি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওনারা নির্বাচনের সঙ্গে জড়িত। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) এবং অন্যান্য অফিসাররা ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ও সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে ডিউটি করেন। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি।’

তিনি আরও বলেন, ‘সিভিল সার্ভিসের গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা, এখান থেকে তাদের জন্য শক্ত বার্তা, এখনো তাদের জন্য... রিটার্নিং অফিসার কারা হচ্ছে সেটি নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে, কোনো ডিসির কাজ করতে পারবে না বা করবে না। সবাই দেশপ্রেমিক মানুষ, সবাই চায় একটা মডেল... আমরা গর্ববোধ করি এমন একটা নির্বাচন হোক।’

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
নির্বাহী কর্মকর্তাদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

নির্বাহী কর্মকর্তাদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করে চলে যান ইউএনও

চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করে চলে যান ইউএনও

চিতলমারী ইউএনও পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

চিতলমারী ইউএনও পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করুন: না.গঞ্জ ডিসি

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করুন: না.গঞ্জ ডিসি

তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার ডিসি প্রত্যাহার

 ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

পিআর ও  শাপলা প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

পিআর ও শাপলা প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল