ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১০:০০ এএম
ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬ পদ সংরক্ষণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ-সচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে। সচিবালয় কর্মচারীদের প্রাণের দাবি অনুযায়ী ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬টি পদ সংরক্ষণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে উপ-সচিবের নিয়মিত পদসংখ্যা ১৭৫০টি। সে অনুযায়ী ১০% হারে সংরক্ষিত ১৭৫টি পদের এক-তৃতীয়াংশ হারে ৫৯টি উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) পদ অবিলম্বে সংরক্ষণ করতে হবে। বিলুপ্তকৃত সচিবালয় ক্যাডার অবিলম্বে পুনরুজ্জীবিত করতে হবে।
প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গতকাল মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপ-সচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলে উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) মোট সংরক্ষিত পদের সংখ্যা দাঁড়ালো ১৫টি।
সিনিয়র সার্ভিসেস পুল আদেশ, ১৯৭৯ এর তফসিলে উপ-সচিবের মোট পদ ছিল ২৬৩টি। সে অনুযায়ী উপ-সচিব (সচিবালয়) ক্যাডারের জন্য ১০ শতাংশ হারে মোট ২৬টি বরাদ্দ ছিল। উক্ত ২৬টি পদের এক-তৃতীয়াংশ হারে ৯টি পদ ক্যাডার বহির্ভূতদের জন্য ইতোপূর্বে সংরক্ষিত ছিল।
ভোরের আকাশ/এসএইচ