ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ০৩:০৭ এএম
সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত এক বছরে স্বাস্থ্যখাতে গৃহীত কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মিন্টু রোডে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম।
ব্রিফিংয়ে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এর আগে গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন নুরজাহান বেগম। নুরজাহান বেগম ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
ভোরের আকাশ/তাকা