× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ০৯:১৮ এএম

বাংলাদেশের পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের

বাংলাদেশের পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেওয়া হবে।

আপনার (ড. ইউনূস) নেতৃত্বের ওপর আমাদের আস্থা রয়েছে। চলমান সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শেষে বাংলাদেশ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা করি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দুই দেশের সম্পর্কের সকল ইস্যুতেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে কাতারের প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করেন।এই বৈঠকে বাংলাদেশ কাতারের কাছ থেকে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা প্রত্যাশা করেছে।

শেখ মোহাম্মদ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থন জোরালো করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি এবং সমস্যার টেকসই সমাধানে কাতারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। দুই নেতা গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 ১৯৬০ সালের সিন্ধু চুক্তি পুনরায় কার্যকর করতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বান

১৯৬০ সালের সিন্ধু চুক্তি পুনরায় কার্যকর করতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বান

সংশ্লিষ্ট

শাহজালাল বিমানবন্দরে ট্রলির ধাক্কায় বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

শাহজালাল বিমানবন্দরে ট্রলির ধাক্কায় বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ.লীগকে শফিকুল আলম

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ.লীগকে শফিকুল আলম

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি